ব্ল্যাক ক্যাপসদের হোয়াইটওয়াশ করলো মেন ইন ব্লুরা

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে হারিয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ভারত। সিরিজের শেষ ম্যাচে কিউইদের ৭৩ রানের বিশাল ব্যবধানে হারায় রোহিত শর্মার দল।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিলো ভারত। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভারতের জন্য ছিল শুধুই ব্যবধান বাড়ানোর। আর নিউজিল্যান্ডের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে আশ্বিন ও লোকেশ রাহুলকে। তাদের বদলে দলে খেলেছেন ইশান কিশান ও যুজবেন্দ্র চাহাল। আর নিউজিল্যান্ড দলে টিম সাউদির বদলে খেলেছেন লকি ফার্গুসন।

ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। তবে ২১ বলে ২৯ রান করে ইশান আউট হয়ে গেলে ভাঙ্গে ৬৯ রানের জুটি। প্রথম উইকেটের পরই পতন হয় আরও দুইটি উইকেটের। সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে সাজঘরে চলে যান সূর্যকুমার যাদব ও রিশাভ প্যান্ট। এরপর দলীয় ১০৩ রানে ৩১ বলে ৫৬ রান করে ফিরে যান রোহিত শর্মাও। রোহিত আউটের পর শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, হার্শাল প্যাটেল ও দীপক চাহারের ছোট ছোট সংগ্রহে দলের সংগ্রহ পৌঁছায় ১৮৪ রানে।

কিউইদের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন অধিনায়ক মিচেল স্যান্টনার। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে, লকি ফার্গুসন ও ইশ সোধি।

১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ৩০ রানের মধ্যেই চলে যান ড্যারিয়ল মিচেল, মার্ক চাপম্যান ও গ্লেন ফিলিপস। তবে একপাশ আগলে রাখেন ওপেনার মার্টিন গাপটিল। দলীয় ৬৯ রানে ৫১ রান করে গাপটিল বিদায় নিলে আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৭ ওভার ২ বল খেলে ১১১ রানে অলআউট হয় কিউইরা।

ভারতের হয়ে দুর্দান্ত বল করেন অক্ষর প্যাটেল। ৩ ওভার বল করে ৩টি উইকেট নেন তিনি। ২ উইকেট নেন তরুণ বোলার হার্শার প্যাটেল। একটি করে উইকেট নেন দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও ভেঙ্কটেশ আয়ার। ম্যাচসেরা হয়েছেন অক্ষর প্যাটেল। আর সিরিজসেরা অধিনায়ক রোহিত শর্মা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply