যুক্তরাষ্ট্রে গাড়ি তুলে দিয়ে হতাহত, অনুমতি ছাড়া নিহতদের তথ্য দেবে না পুলিশ

|

কয়েকজনের মৃত্যুর খবরও জানতে পেরেছে পুলিশ। তবে পরিবারের অনুমতি না পেলে সেই তথ্য সর্বসম্মুখে আনা হবে না।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাসের প্যারেড এলোপাতাড়ি গাড়ি চালিয়ে দিলো এক দুর্বৃত্ত। রোববার (২১ নভেম্বর) বিকালের ওই ঘটনায় আহত শিশুসহ কমপক্ষে ২০ জন।

পুলিশ জানিয়েছে, কয়েকজনের মৃত্যুর খবরও তারা জানতে পেরেছে। তবে পরিবারের অনুমতি না পেলে সেই তথ্য সর্বসম্মুখে আনা হবে না। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা গুলি ছোঁড়ার মাধ্যমে গাড়িটি থামাতে সক্ষম হন। ভেতর থেকে আটক করা হয় চালককে। বর্তমানে সে পুলিশি হেফাজতে।

আহতদের মধ্যে ১২ শিশু এবং ১১ জন প্রাপ্তবয়স্ক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে এফবিআই। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। এই ঘটনায় সোমবার শহরটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ওয়াউকেশা অঞ্চলের পুলিশ প্রধান ড্যানিয়েল থম্পসন, জানিয়েছেন, আহেতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিলো। কয়েকজন মৃত্যুবরণও করেছেন। তবে পরিবারের অনুমতি ছাড়া সেই তথ্য জানাতে পারবো না আমরা। সন্দেহভাজন হামলাকারীকে ঠেকাতে গুলি চালিয়েছেন পুলিশ সদস্যরা। তবে ওই গুলিতে কোনো হতাহত হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply