সিরিজ জয়ের কৃতিত্ব সব খেলোয়াড়কে দিলেন বাবর

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করলো পাকিস্তান। আর এর কৃতিত্ব দলের সব খেলোয়াড়কেই দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বললেন, খেলোয়াড়রা যেভাবে তাদের শতভাগ ঢেলে দিয়েছে তাতে সিরিজ জয়ের সকল কৃতিত্বই তাদের।

প্রথম ও শেষ ম্যাচ দুটিতে পরাজয়ের শঙ্কা থাকার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাবর আজমের দল। দ্বিতীয় ম্যাচে তো বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। এর পেছনে ক্রমাগত উন্নতি করার চেষ্টাই ছিল প্রধান নিয়ামক। এমনতাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, সব সময়ই নিজেদের খেলায় আরও উন্নতির চেষ্টা করি আমরা। যেমন, সাম্প্রতিক ম্যাচগুলোতে আমাদের ফিল্ডিং ও ক্যাচিং ভালো হয়েছে। এছাড়া দলের মিডল অর্ডার আমাদের ম্যাচ জেতাচ্ছে।

ভুল শুধরে নেয়ার দিকেও প্রখর মনোযোগ দেন বাবর। এ নিয়ে তিনি বলেন, আমরা যে ভুলই করি না কেন, চেষ্টা থাকে সেটার পুনরাবৃত্তি যেন পরের ম্যাচগুলোতে আর না হয়। আমরা এই জয়ের ধারাকে টেস্ট সিরিজেও নিয়ে যেতে চাই। এখানে আমাদের সমর্থকদেরও জানাই ধন্যবাদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply