চাঁপাইনবাবগঞ্জে কোনো কারণ ছাড়াই মাটিতে দেবে গেছে ৩৫টি বাড়ি

|

কোনো কারণ ছাড়াই মাটির নিচে দেবে গেছে ৩৫টি বাড়ি। চাঁপাইনবাবগঞ্জে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেই কোনো ভূমিকম্প বা কিছু, তবু কী কারণে এমনটি ঘটেছে, সে বিষয়ে কিছুই বলতে পারছে না প্রশাসন।

কোথাও মাটি দেবে গেছে, কোথাও হুড়মুড় করে ধসে গেছে দালান। পাগলা দাড়া ক্যানেল ঘেঁষা জেলে পল্লি আর পাশের গ্রামের প্রায় ৩৫টি বাড়ি হঠাৎই দেবে গেছে। প্রথম দেখায় প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধে বিধ্বস্ত কোনো জনপদ মনে হতে পারে। কিন্তু এসব কিছুই ঘটেনি কানসাটের জহুরপুর গ্রামে।

প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এমন ঘটনাকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। তবে ক্যানেলের পানি শূন্যতার বিষয়টিকে আকস্মিক দূর্যোগের কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। তবে শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানালেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব আল রাব্বি জানালেন, ক্ষতিগ্রস্তদের আপাতত মাথা গোঁজার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন।

গত সপ্তাহ থেকে হঠাৎই চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিভিন্ন এলাকার বাড়িঘরে ফাটল দেখা দেয় এবং মাটির নিচে দেবে যেতে শুরু করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply