বাসে ‘হাফ পাস’ ও নারীদের নিরাপত্তার দাবিতে আজও বিক্ষোভ

|

ছবি: সংগৃহীত

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত ও বাসে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় আজও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বকশি বাজার মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। অর্ধেক ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলে বাসের সহকারী। এর আগে, শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া, বাস থেকে নামিয়ে দেয়ার মত ঘটনাও ঘটেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকে আগের মতো অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না। অর্ধেক ভাড়া দিতে গেলে বাসের চালক ও সহকারীরা বাজে ব্যবহার করছে। গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিত, হাফ পাস এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থার দাবি জানান শিক্ষার্থীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply