পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নিঃসংশয় আইসিসি

|

দীর্ঘ বিরতির পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দিয়ে স্বস্তিতেই আছে আইসিসি। জানিয়েছেন সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

২০৩১ সাল পর্যন্ত আইসিসি আয়োজিত বৈশ্বিক আসরগুলোর আয়োজক ও সময়সূচি নির্ধারিত হয় গত সপ্তাহে। সেখানেই ঠিক হয়, ১৯৯৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বৈশ্বিক আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে; ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে পাকিস্তানে। তবে এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি স্বস্তিতে আছে কিনা, সে ব্যাপারে জানতে চাওয়া হয় সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে। ক্রিকইনফোর সাথে আলাপচারিতায় তিনি বলেন, অবশ্যই আমরা পাকিস্তানের উপর আস্থা রাখছি। সেখানে গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে। আর এরকম বড় আসর আয়োজন করা নিয়ে পাকিস্তানের উপর সন্দেহ থেকে থাকলে নিশ্চয়ই আমরা অন্যরকম সিদ্ধান্ত নিতাম।

গ্রেগ বার্কলি আরও বলেন, আমি মনে করি, দীর্ঘ সময় পর আবারও বড় আসর আয়োজনের সুযোগ পাওয়াটা দারুণ এক ব্যাপার হবে তাদের জন্য। এবং এ ব্যাপারে আমি নিঃসংশয় যে, অন্য সব দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে চমৎকার কাজ করবে পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply