নাটোরে কলেজ শিক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

|

ছবি: সংগৃহীত।

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার দিনার উপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শহরের কানাইখালি এলাকায় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে নাটোর লাঠিবাঁশি সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, গত রোববার (২১ নভেম্ব) সন্ধ্যায় সদর লালমনিপুর গ্রামে ভুক্তভোগী দিনার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে বখাটে মাহিন হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় ঐ কলেজ ছাত্রীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মাহিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অবিলম্বে দ্রুত বিচার আইনে মাহিনের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply