বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন।
পোশাক শ্রমিকরা জানান, গতকালও তারা বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে রাস্তায় নেমেছিল। কিন্তু সেই বিক্ষোভে হামলা করা হয়। হামলার প্রতিবাদে আজ রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করছেন তারা।
পুলিশ জানায়, সকাল থেকে কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে অফিসগামী অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আটকে রয়েছে রোগীবাহী এম্বুলেন্স ও জরুরি পরিবহন, বিপাকে পড়েছেন পথচারীরা।
ইউএইচ/
Leave a reply