করোনার দুই ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র দেখালেই মদ কেনায় দশ শতাংশ ছাড় দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের ৩টি মদের দোকান।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, বুধবার (২৪ নভেম্বর) থেকে করোনার টিকার প্রমাণপত্র দেখালে মান্দসৌর শহরের ৩টি দোকান ১০ শতাংশ ছাড় দেবে।
জেলা প্রশাসন আশা করছে, এর ফলে মদ্যপায়ীদের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বাড়বে।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে ভারতের একাধিক রাজ্যে মদের দাম কমানো হয়েছে। রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলোতে দাম কম হওয়ায় সেখান থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হতো। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে লাভ হবে রাজ্যের।
প্রশাসনের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে মদপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে।
Leave a reply