নেত্রকোণায় ছুরিকাঘাতে যুবক খুন

|

প্রতীকী ছবি।


স্টাফ রিপোর্টার ,নেত্রকোণা :

নেত্রকোণার কেন্দুয়ায় ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। নিহত যুবক ওই উপজেলার দূর্গাপুর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মো. রুকন মিয়া (৩৫)। আজ বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নওপাড়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, নিহত রুকন মিয়ার ভাগনিকে বখাটে কয়েক যুবক স্কুলে যাওয়া আসার সময় বিরক্ত করতো। বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ইটাচকি গ্রামের কয়েকজন যুবককে ভাগনিকে উত্যক্তের বিষয়টি রুকন মিয়া জিজ্ঞাসা করলে তার ওপর হামলা চালায় বখাটেরা। এ সময়  খিলাপাড়া গ্রামের রাকিব মিয়া ফেরাতে গেলে তার ওপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাবেদুর রহমান জানান, মারাত্নক আহত রুকন মিয়া (৩৫) কে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তার বুকের বাম পাশে ও পেটের ডান পাশে ধারালো ছুরি জাতীয় কিছুর আঘাতে প্রচুর রক্ত ক্ষরণে হয়ে মারা যান রুকন নামে এই যুবক। হাসপাতালে প্রায় সোয়া সাতটায় তাকে মৃত ঘোষণা করে। মারত্নক আহত অপরজন রাকিব মিয়া (৩৪)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, একজন খুন হয়েছে। অপর আরেকজন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে তদন্তে এসেছি। কেন কি কারণে কে বা কারা খুন করেছে তা তদন্ত শেষে জানাতে পারবো। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply