করোনা বিধিনিষেধের প্রতিবাদে উত্তাল ফ্রান্স

|

করোনা বিধিনিষেধ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার (২৭ নভেম্বর) দেশটির দুই শহরে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সহিংসতা হয় বিক্ষোভকারীদের।

আরোপিত বিধিনেষেধ তুলে নেয়ার দাবিতে মার্টিনিক ও গুয়াদেলোপ শহরে রাজপথে জড়ো হন কয়েকশ মানুষ। পুলিশি বাধার মুখে পড়লে একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

গুরুতর আহত হয় পুলিশ ও সাংবাদিকসহ ৮ জন। এছাড়াও পেট্রোল পাম্প, এটিএম বুথসহ রাস্তায় পার্ক করা গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৯ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক ও করোনার বিধিনিষেধ আরোপের ঘটনায় কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছেন ফরাসিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply