নীলফামারীতে সহিংসতার ঘটনায় ৬ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

|

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও দুপুরের পরে বিভিন্ন কেন্দ্রে ছড়িয়েছে উত্তাপ। ব্যালট বাক্স ছিনতাই, বুথের ভেতরে সাধারন ভোটারদের মারপিট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বড়ভিটা, পুটিমারী আর মাগুড়া ইউনিয়নের ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়।

কেন্দ্রগুলো হলো বড়ভিটা স্কুল এন্ড কলেজ, এইউ ফাজিল মাদ্রাসা, পুটিমারী মন্থনা দাখিল মাদ্রাসা, মাগুড়া খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরের পরে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা ওইসব কেন্দ্রে প্রবেশ করে ব্যালট ছিনতাই করার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রের বাহিরে অন্য প্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ৬ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগন ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন সরঞ্জাম নিয়ে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply