একটু পরেই আকাশে উড়াল দেবে বিমান, ঠিক সেই মুহূর্তেই ধরা পড়ল পর্তুগালের জাতীয় বিমান সংস্থার অধিভুক্ত পর্তুগালিয়া এয়ার লাইনের সহকারী-পাইলট মাতাল।
জার্মানির স্টুটগার্ট বিমানবন্দরে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার এক বিবৃতিতে জার্মান পুলিশ জানিয়েছে, স্টুটগার্ট বিমানবন্দরে ৪০ বছর বয়সী সহ-পাইলটটি ‘অত্যন্ত মাতাল’ অবস্থায় ছিলেন। তার শরীর থেকে ভুর ভুর করে মদের গন্ধ বের হচ্ছিল, এবং তার পা টলছিল। বিমানবন্দরের একজন কর্মকর্তা এ অবস্থায় তাকে দেখে কর্তৃপক্ষকে অবহিত করেন।
পুলিশ ওই পাইলটকে ককপিট থেকে গ্রেপ্তার করে নামিয়ে আনে। স্টুটগার্ট বিমানবন্দরের কৌঁঁসুলিরা তৎক্ষণাৎ তার ব্মিান চালনার লাইসেন্স বাতিল করেন, জামিনের জন্য ১২ হাজার ডলার জামানত নির্ধারণ করেন।
এই ঘটনায় পর্তুগালিয়ার স্টুটগার্ট থেকে লিসবন রুটের শুক্রবারের ওই ফ্লাইটটি বাতিল করা হয়।
পর্তুগালের জাতীয় বিমান সংস্থা টিএপি যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বলেছে, “তারা তদন্ত শুরু করেছে, এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply