করোনায় আক্রান্ত লঙ্কান ছয় নারী ক্রিকেটার

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েতে বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডে খেলা শ্রীলঙ্কার ছয়জন নারী ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। গত রোববার (২৮ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার খবরে গত শনিবার (২৭ নভেম্বর) জিম্বাবুয়েতে বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডের খেলা বন্ধ ঘোষণা করে আইসিসি। তবে লঙ্কান নারী ক্রিকেটাররা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা ক্রিকইনফোকে বলেছেন, দল এখনও জিম্বাবুয়েতেই আছে। আমরা আইসিসির সাথে যোগাযোগ করে দ্রুত সবাইকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে যারা করোনায় পজেটিভ হয়েছেন তাদের করোনা নেগেটিভ না আসা পর্যন্ত সেখানেই থাকতে হবে। দলের সাথে একজন চিকিৎসক আছেন। তিনিই খেলোয়াড়দের দেখাশোনা করবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply