‘বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে মিয়ানমার’

|

রোহিঙ্গাদের ঠেলে দিয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মিয়ানমারে গণহত্যা বন্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকায় হত্যা-ধর্ষণ ও নির্যাতন বাড়ছে। সরকার তাদের আজ্ঞাবহ লোকদের নির্বাচন কমিশনে বসিয়েছে অভিযোগ করে তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply