সাজেকে অগ্নিকাণ্ড; পুড়ে গেছে তিনটি কটেজ

|

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে তিনটি পর্যটন কটেজ পুড়ে গেছে। এছাড়াও একটি বাড়ি ও একটি রেস্তোরাঁও পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চিলেকোঠা রেস্টুরেন্টের মালিক নাসির উদ্দিন পিন্টু জানান, গত রাতে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই আগুন পরবর্তীতে আরও কয়েকটি রিসোর্টে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি রেস্টুরেন্ট ও একটি থাকার ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।

আরও পড়ুন: শ্বশুরের শখ মেটাতে হাতিতে চেপে বিয়ে!

পরবর্তীতে খাগড়াছড়ির দিঘীনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাজেক ভ্যালি মিজোরাম সীমান্তের উত্তরে অবস্থিত রাঙ্গামাটি জেলার একটি ইউনিয়ন। রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ির দিঘীনালা হয়ে সাজেক ভ্যালি পৌঁছাতে হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply