৭ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি কর্মচারীরা

|

বেতন বৈষম্য নিরসনসহ সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

এসময় পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল বাস্তবায়ন চান তারা। তার আগে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ৫০ পারসেন্ট মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিও করেন তারা।

দাবি পূরণ না হলে ঢাকায় গণ কর্মচারী মহাসমাবেশের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। প্রয়োজনে আেও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply