এরদোগানের নীতিতে টালমাটাল তুরস্কের অর্থনীতি; রেকর্ড দরপতন লিরার

|

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সুদের হারে কাটছাঁট আনায় টালমাটাল অবস্থায় আছে তুরস্কের অর্থনীতি। ডলারের বিনিময়ে রেকর্ড দরপতন দেখলো তুর্কি মুদ্রা লিরা। সরকারের হিসেব অনুসারে, মুদ্রাস্ফীতি বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত।

তুরস্কের স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, ৮ কোটি ৩০ লাখ মানুষ অর্থাভাবে যোগাতে পারছেন না প্রয়োজনীয় খাবার। তাদের জন্য ভর্তুকির মাধ্যমে খাদ্যসেবা কেন্দ্র খুলেছে সরকার। প্রেসিডেন্ট এরদোগান সুদের হারে কাটছাঁট আনায় বিপর্যস্ত তুরস্কের অর্থনীতি।

চলতি বছরই দফায় দফায় ৪০ শতাংশ মূল্য হারিয়েছে দেশটির মুদ্রা। অস্থির পরিস্থিতির মধ্যেই এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার অর্থমন্ত্রী বদল হলো তুরস্কে। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন নুরেদ্দিন নেবাতি। সুদহার কমাতে রাজি না হওয়ায় ২০১৯ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের তিনজন গর্ভনরকে অব্যাহতি দেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: কানাডার তরুণ যেভাবে ইসলাম গ্রহণ করলেন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply