বাদাম-গান: গায়ক পাচ্ছেন না টাকা, আয় করছেন অন্যরা

|

ভুবন বাদ্যকর। ছবি: সংগৃহীত

‘বাদাম বাদাম, দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’— গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তাতে গানটির স্রষ্টা ভুবন বাদ্যকর রাতারাতি তারকা বনে গেলেও এই গানের বিষয়ে সম্প্রতি বেশ চটেছেন।

অবশ্য এর কারণও আছে। তার গান অন্যরা গেয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আয় করেছেন। আর নিজের পকেট ভরছে না। এছাড়া কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম। এ নিয়ে থানায়ও অভিযোগ করে বসেছেন ভুবন বাদ্যকর। আনন্দবাজারে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।

ভুবন বলেন, ‌‌গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সকলেই আমার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেটমাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ আমার হাত খালি।

ইউটিউবে তাঁর গানের স্বত্ব ‘সংরক্ষিত’ হিসাবে দেখাচ্ছে। কিন্তু ইউটিউবে তার নাকি কোনও অ্যাকাউন্টই নেই! পুলিশ-প্রশাসন তদন্ত করে তাকে যেন টাকা পাইয়ে দেয়, সেজন্য তিনি পুলিশে অভিযোগ করেছেন।

ভুবন বাদ্যকর পেশায় বাদাম বিক্রেতা। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply