ভারতে ক্রমশ ওড়িশার পুরির দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। রোববার (০৫ ডিসেম্বর) দুপুর নাগাদ শক্তি হারিয়ে পৌঁছাতে পারে পুরি উপকূলে।
সেখানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঢুকবে পশ্চিমবঙ্গ উপকূলে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, এর প্রভাবে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদেনিপুর আর ঝাড়গ্রামের কিছু জায়গায়। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বেশিরভাগ জেলায়। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ঘূর্ণিঘঝড় জাওয়াদের প্রভাবে ঝড় ও বৃষ্টি
পশ্চিমবঙ্গ উপকূলে আঘাতের সম্ভাবনা না থাকলেও সমুদ্র উপকূলে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে জেলেদের। এছাড়া ওড়িশা ও অন্ধ্রপ্রদেশেও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জেলেদের। উড়িষার ১৯টি জেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ৭৫টির বেশি এলাকার রেল যোগাযোগ।
Leave a reply