হেরে তিনে চেলসি, শীর্ষে উঠে এলো সিটি

|

ছবি: সংগৃহীত

চেলসির হারের রাতে ইপিএলের শীর্ষে উঠে এলো ম্যানচেস্টার সিটি। শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যামের কাছে হেরে যায় চেলসির। অন্যদিকে, ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। আরেক ম্যাচে ইনজুরি টাইমের গোলে জয় তুলে টেবিলের দুইয়ে উঠে এসেছে লিভারপুল। উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে অলরেডসরা।

ইপিএলে টেবিলের শীর্ষ ৩ দল সিটি-লিভারপুল আর চেলসির পয়েন্ট ব্যবধান এক করে। এতেই বুঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে শীর্ষ স্থান দখল নিয়ে। শনিবার (০৪ ডিসেম্বর) দিনের শুরুর ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে ২৮ মিনিটে লিড নেয় টুখোল শিষ্যরা। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন থিয়াগো সিলভা। অবশ্য প্রথমার্ধেই সমতা ফেরায় ওয়েস্ট হ্যাম। গোলরক্ষকের ভুলে পাওয়া পেনাল্টি থেকে স্কোর লাইন ১-১ করেন লানজিনি। যদিও বিরতির আগে আবারও লিড নেয় ব্লুজ। জিয়েসের বাড়ানো বলে দারুণ ফিনিশিং করেন মাউন্ট।

দ্বিতীয়ার্ধে পাল্টে যায় স্বাগতিকদের চেহারা। ৫৬ মিনিটে বোয়েনের গোলের পর ৮৭ মিনিটে মাসুয়াকুর বুদ্ধির কাছে হার মানেন চেলসি গোলরক্ষক। দুই দফায় লিড নিয়েও চলতি লিগে ২য় হারের মুখ দেখতে হবে তা ভাবনাতেও ছিলো না ব্লুজ সমর্থকদের। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ওয়েস্ট হ্যাম। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট পাওয়া চেলসি এক থেকে নেমে গেছে টেবিলের তিন নম্বরে।

আরও পড়ুন: থামছে না রিয়ালের জয়রথ

চেলসির হারে শীর্ষে ওঠার সুযোগ দারুণভাবে কাজে লাগায় ম্যানচেস্টার সিটি। ৪ মিনিটেই ফোডেনের বাড়ানো বলে দলকে এগিয়ে নেন রাহিম স্টার্লিং। ৩১ মিনিটে আবারও গোল আদায় করে নেয় সিটিজেনরা। এবার স্কোর শিটে নাম তোলেন বের্নান্দো সিলভা।

৬৩ মিনিটে বের্নান্দো সিলভার ২য় গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ম্যান সিটির। ৭৪ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে হেমানডেজ এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। লিগে টানা ৫ জয় পাওয়া সিটি ৩৫ পয়েন্ট নিয়ে দখল করে নিয়েছে শীর্ষস্থান।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে হার এড়ালো পিএসজি

অন্যদিকে, উলভারহ্যাম্পটনের মাঠে শুরু থেকেই মিসের মহড়া অলরেডদের। দিয়াগো জতা, সালাহ, মানেরা বল জালে জড়াতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

শিরোপার দৌড়ে টিকে থাকতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ান ক্লপ। কিন্তু তারপরও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় লিভারপুলের ফরোয়ার্ড লাইন। তবে ম্যাচের ইনজুরি টাইমে গোলের দেখা পায় অলরেডরা। সালাহ’র বাড়ানো বলে ডেডলক ভাঙেন বদলি হিসেবে মাঠে নামা ওরিগি। ১৫ ম্যাচ শেষে সিটির থেকে এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লিভারপুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply