ভোলা প্রতিনিধি:
ভোলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ২৫ ও অপরজনের ৩০ বছর।
রোববার (৫ ডিসেম্বর) ভোর রাতে চর কুকরি-মুকরিতে এ ঘটনা ঘটে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই যুবক জলদস্যু বাহিনীর সদস্য। এসময় ঘটনাস্থল থেকে ৩টি রামদা, ৪টি পিস্তল ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
এ ব্যাপারে র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান জানান, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাবকে দেখে দস্যুরা গুলি চালায়। এসময় র্যাবও পাল্টা গুলি চালালে দস্যুরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তারা কোন বাহিনীর তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টির তদন্ত করছে র্যাব।
এসজেড/
Leave a reply