পণ্যের দামের সাথেই মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গ্রাহকদের সুবিধার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
রোববার (৫ ডিসেম্বর) সকালে এনবিআর কার্যালয়ে ইএফডি লটারির ড্র অনুষ্ঠানে এমন সিদ্ধান্তের কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আলাদা করে পণ্য অথবা সেবার বিপরীতে ভ্যাট নেয়ায় ভোক্তারা অসন্তুষ্ট হচ্ছেন। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরাও ক্রেতাদের প্রশ্নের মুখে পড়ছেন। তাই এখন থেকে উৎপাদন খরচ যোগ করে এক সঙ্গে ভ্যাট আদায় করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন : বাড়ছে রাজস্ব ঘাটতি
ভ্যাট দিতে গ্রাহকদের উৎসাহিত করতে প্রতি মাসে লটারির আয়োজন করে এনবিআর। তবে আলাদাভাবে ভ্যাট যুক্ত করার নিয়মের কারণেই এতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান।
/এডব্লিউ
Leave a reply