হাতিরঝিলে ভবন ভাঙতে বার বার সময় চাওয়ায় বিজিএমইকে তীব্র ভৎসনা করেছেন সর্বোচ্চ আদালত। মুচলেকা দিলেই আরও এক বছর সময় চাওয়ার আবেদনের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত জানান। ‘হাতিরঝিল প্রকল্পে বিজিএমইএ ভবন ক্যান্সারের মতো’ উল্লেখ করে ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে ভবনটি ভাঙার নির্দেশ দেয়া হয়। বিষয়টি পরে আপিল বিভাগে গেলে গতবছরের ১২ মার্চ ৬ মাসের সময় পায় বিজিএমইএ। সংগঠনটি পরে এক বছরের সময় চেয়ে আবেদন করে, যার শুনানি অনুষ্ঠিত হয় গত ২৫ মার্চ। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply