ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে দেশটিতে। জনগণ রাস্তা আটকে করেন বিক্ষোভ-সমাবেশ। এসময় ব্যানার ও ফেস্টুন হাতে প্রেসিডেন্ট বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা।
শনিবার (৫ ডিসেম্বর) সাও পাওলোর সড়কে নামেন দেশটির শত শত বাসিন্দা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার। এই ব্যর্থতা গণতন্ত্র হত্যার শামিল। এসময় তারা দাবি করেন, লকডাউনবিরোধী অবস্থান এবং টিকা নিশ্চিতে ব্যর্থতাই বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ।
আরও পড়ুন: শীর্ষ তালেবান নেতাদের বেতন কত?
শনিবারে অনুষ্ঠিত হওয়া এ আন্দোলনে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশে নারীরা সহিংসতা এবং বৈষম্যের কঠোর নিন্দা জানান।
করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। আর করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে দেশটি।
Leave a reply