বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। আজ (৬ ডিসেম্বর) দুপুর দুইটায় এ ঘোষণা দেন ম্যাচ রেফারি। এদিকে টানা বৃষ্টির কারণে আজ মাঠেই আসেনি বাংলাদেশ-পাকিস্তান দুই দল।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৩৭২ রানের ব্যবধানে হারালো ভারত
ম্যাচ রেফারির পক্ষ থেকে দুই দলকেই হোটেলেই থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত রোববার (৫ ডিসেম্বর) মধ্যাহ্ন বিরতির পর টেস্টের দ্বিতীয় দিনে মাঠ্রে গড়াতে পারে মাত্র ৬ ওভার ২ বল। এরপরই আবার বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এরপর সারা রাত বৃষ্টির পর সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় আজকের দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৬৩.২ ওভারে ১৮৮/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫২*, বাবর ৭১*; এবাদত ১২-১-৪৮-০, খালেদ ৭.২-১-২৬-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।
Leave a reply