চার বছর নয় বরং সাধারণ ক্ষমার আওতায় দুই বছর কারাদণ্ড দেয়া হলো মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে।
করোনা বিধিমালা অমাণ্যের দায়ে সোমবার (৬ ডিসেম্বর) নোবেলজয়ী এই রাজনীতিককে কারাভোগের শাস্তি দেন দেশটির সামরিক আদালত।
একই মামলায় সাবেক প্রেসিডেন্ট উইন্ত মিন্তও পান সমান সাজা। তবে রায়ের শুনানিতে পরে জানানো হয়, সাধারণ ক্ষমার আওতায় কমানো হয়েছে সু চির দণ্ডের পরিমাণ।
তার বিরুদ্ধে ভোট জালিয়াতি, দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন এবং লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখার ১১টি মামলা রয়েছে। যদিও প্রথম থেকেই সব অভিযোগ অস্বীকার করছেন সু চি। আদালতে সেসব প্রমাণিত হলে ৭৬ বছরের রাজনীতিককে ভোগ করতে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
আরও পড়ুন : সু চির ৪ বছরের কারাদণ্ড
প্রসঙ্গত, চলতি বছর ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।
/এডব্লিউ
Leave a reply