দুটি আলাদা প্রতিষ্ঠানের ভ্যাকসিন ডোজ নিলে করোনার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সোমবার (৬ ডিসেম্বর) এক গবেষণা প্রতিবেদনে এমনটি দেখিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের প্রথম ডোজ টিকাগ্রহণের ৯ সপ্তাহ পর, অন্যান্য প্রতিষ্ঠানের ভ্যাকসিন নেয়া সম্ভব। সেটি হতে পারে মডার্না বা নোভাভক্সের যে কোনো টিকার ডোজ। তাতে একই প্রতিষ্ঠানের দুই ডোজ ভ্যাকসিনের তুলনায় মানব শরীরে গড়ে ওঠে করোনাবিরোধী শক্ত প্রতিরোধ ব্যবস্থা।
এতে টি-সেলে ব্যাপক পরিবর্তন আসা ছাড়াও শক্তিশালী অ্যান্টিবডির উপস্থিতিও লক্ষ্য করা গেছে। গবেষকরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে সেসব ভালো কাজ করছে।
আরও পড়ুন : শরীরের ভেতরের ক্ষত সম্পর্কে জানাবে ব্যান্ডেজ
মোট এক হাজার ৭০ স্বেচ্ছাসেবীর ওপর চালানো হয়েছে মিশ্র টিকাগ্রহণের এই পরীক্ষা।
/এডব্লিউ
Leave a reply