আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার এক নারী হত্যাকাণ্ডে সন্দেহভাজন ‘জোটু’ নামে এক বাংলাদেশিকে খুঁজছে পুলিশ।
পিনাং জর্জ টাউনের সুঙ্গাই নিবং-এর শ্রী নিপাহ অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় ইন্দোনেশিয়ান নারীর হত্যার তদন্তে সহায়তা করার জন্য পুলিশ এখন জোটু নামের এ বাংলাদেশির সন্ধান করছে।
মালয়েশিয়া গেজেট জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় ৪৫ বছর বয়সী ওই ইন্দোনেশিয়ান নারীর লাশ উদ্ধার করে পুলিশ। উত্তর-পূর্ব জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার সোফিয়ান স্যান্টং বলেছেন, ৩৭ বছর বয়সী সন্দেহভাজন বাংলাদেশি নির্মাণ সাইটের কর্মী। তিনি ৪৫ বছর বয়সী নারীকে হত্যার সাথে জড়িত বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি তার দুই সহকর্মীর সাথে বাসভবনে ভাড়া ছিল বলে জানা গেছে এবং পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে গেছে।
ইতোমধ্যে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাকে ট্র্যাক করার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব জেলা পুলিশ প্রধান। ঘটনার সাথে সম্পর্কিত তথ্য আছে এমন ব্যক্তিদের উপস্থিত হতে বা তদন্তে সহায়তা করার জন্য নিকটবর্তী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
ইউএইচ/
Leave a reply