জুম কলে ডেকে ৯০০ কর্মী ছাঁটাই!

|

জুম কলে ৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার সময় বিশাল গর্গ।

এক জুম কলে ডেকে চাকরি থেকে ছাঁটাই হলো ৯০০ কর্মীকে! সোমবার (৬ ডিসেম্বর) জুমে এক ভিডিও কনফারেন্সে এ কাণ্ড ঘটালেন ভারতীয় কোম্পানি বেটার ডট কম প্রতিষ্ঠানের সিইও বিশাল গর্গ। অদ্ভুত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সেখানে বিশালকে বলতে শোনা গেছে, আমাদের কোম্পানি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে হবে। তাই, যে ৯০০ কর্মী এই জুমকলে অংশ নিয়েছেন তাদের সবাইকে চাকরিচ্যুত করা হলো।

অবশ্য, গণহারে ছাঁটাই করলেও কর্মীদের বঞ্চিত করেননি বিশাল। জানিয়েছেন, যে কর্মীরা চাকরি হারালেন; তাদের ৪ সপ্তাহের ক্ষতিপূরণ, এক মাস সম্পূর্ণ সুযোগ-সুবিধা এবং দু’মাসের বিমার প্রিমিয়াম দেয়া হবে।

উল্লেখ্য, বেটার ডট কম- একটি মার্কিন প্রতিষ্ঠান। যা তাদের ক্লায়েন্টদেরকে অনলাইনে হাউজিং ফাইন্যান্স সুবিধা দেয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply