ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে প্রথমে গভীর নিম্নচাপ, পরে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে গত তিনদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আজ থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি কমে যেতে পারে।
আরও পড়ুন : এবার ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা
সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েকবার সূর্যের দেখা মিললেও ঘন মেঘের আড়ালে তা আবার ঢাকা পড়ে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই অফিসে যাচ্ছেন কর্মজীবী মানুষ। রোববারের ভারি বৃষ্টিতে রাজধানীতে গণপরিবহন সংকট দেখা দিলেও আজ রাস্তায় যথেষ্ট গাড়িঘোড়া চলছে।
/এডব্লিউ
Leave a reply