সরকারের সবগুলো বিভাগকে ক্লাউড কম্পিউটারের আওতায় নেয়া হচ্ছে। সুরক্ষিত অনলাইন সার্ভারে তথ্য সংরক্ষণ করার সুযোগ থাকায় এর ফলে কমে আসবে ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি। এ সংক্রান্ত আড়াই হাজার কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায়। ২০২৬ সাল নাগাদ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটি বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একনেক সভায় যোগ দেন। আলোচনা শুরু হয় ১০ প্রকল্প নিয়ে। পরিকল্পনা কমিশন জানায়, সরকারের সব বিভাগ সমন্বিত ক্লাউড প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে। এসব সার্ভারে অনুমোদিত ব্যবহারকারী যে কোনো দলিল রাখতে পারবেন।
আরও পড়ুন : ঢাকার যে মসজিদটি বিশ্বজুড়ে পরিচিত, দেখুন কয়েকটি ছবি
পাশাপাশি সক্ষমতা বাড়াতে ৬৪ জেলায় তৈরি হবে ডিজিটাল লিডারশিপ অ্যাকাডেমি। প্রকল্পের অর্থের বড় অংশ দেবে বিশ্বব্যাংক। এর বাইরে কুমিল্লা সিটি কর্পোরেশনের অবকাঠামো ও সারাদেশে মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।
/এডব্লিউ
Leave a reply