সেনাবাহিনীর অভিযানে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় বাহিনীর বিশেষ ক্ষমতা বিধিমালা বিলোপের আহ্বান জানিয়েছে নাগাল্যান্ড। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকার বরাবর পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে নাগাল্যান্ড সরকার।
বিধিমালা অনুযায়ী, সহিংস অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেয়ার এখতিয়ার রয়েছে সেনাবাহিনীর। গত সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে এএফএসপিএ প্রত্যাহার করতে হবে। বিধিমালাটির কারণে আঞ্চলিক শান্তি নষ্ট হচ্ছে উল্লেখ করে চিঠিতে কেন্দ্রের তরফ থেকে বিশেষ তদন্ত কমিটি গঠনের তাগিদ দেয়া হয়।
একইদিন সেনাবাহিনীর টোয়েন্টি ওয়ান প্যারা স্পেশাল ফোর্সকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : বিদ্রোহীদের দখল থেকে উদ্ধার ইথিওপিয়ার দুই শহর
রোববার মন জেলায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালে ‘ভুলবশত’ গুলি চালায় ও বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করে সেনাবাহিনী। প্রতিবাদে পাল্টা হামলা চালায় ক্ষুব্ধ গ্রামবাসী। সংঘাতে প্রাণ যায় ১৫ জনের।
/এডব্লিউ
Leave a reply