চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রতীক আনতে গিয়ে নেত্রকোণার শ্যামগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তি নিহত হয়েছেন। এসময় প্রার্থীসহ আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে নিজ এলাকায় আসার সময় জারিয়া-ঢাকা রেলপথের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় বলাকা ট্রেনের সাথে অটোরিক্সার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই প্রার্থীর সমর্থক সিধলা ইউনিয়নের পুনুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জামাল উদ্দিন, মুখলেছ মিয়া, জসিম উদ্দিন, কিরণ মিয়া, ও সজিব মিয়া গুরুত্বর আহত হন। আহতদের ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা নেত্রকোণা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেত্রকোণার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এসএইচ
Leave a reply