মুক্তিযোদ্ধা কোটা বাতিল কেনো অবৈধ হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল কেনো অবৈধ হবে না আগামী ৭ দিনের মধ্যে তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।
সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ও সাবেক বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী।
২০১৮ সালের ৪ অক্টোবর ৯ম গ্রেড, ১০ম থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার।
ইউএইচ/
Leave a reply