ডা. মুরাদকে দল থেকে বহিষ্কারের দাবিতে জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

|

জামালপুরে ডা. মুরাদের কুশপুত্তলিকা দাহ করে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের দাবিতে জামালপুরে বিক্ষোভ করছে স্থানীয় আওয়ামী লীগ। বিক্ষোভ সমাবেশ শেষে তার কুশপুত্তলিকা দাহ করে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সরিষাবাড়িতে তার নির্বাচনী এলাকায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে মুরাদের কুশপুত্তলিকাও দাহ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এসময় মুরাদকে দল থেকে বহিষ্কারের দাবি জানায় তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভরত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তাকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। সিনিয়র নেতারা বলছেন, মুরাদের বেপরোয়া আচরণে তারা ব্যথিত ও দুঃখিত। জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বলেন, ডা. মুরাদের আচরণে আমরা বিব্রত, ব্যথিত ও দুঃখিত। তার বিরূদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা আপনারা বৈঠক শেষে জানতে পারবেন। আর আগামীকাল উপজেলা আওয়ামী লীগের বৈঠক আহ্বান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিক্ষোভ শেষে ডা. মুরাদের কুশপুত্তলিকা দাহ করে জামালপুরের স্থানীয় নেতা-কর্মীরা।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. মুরাদের দেয়া বক্তব্য নিয়ে তার নির্বাচনী এলাকা জামালপুরে উঠে সমালোচনার ঝড়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply