বুরুন্ডির একটি কারাগারে বড় ধরনের এক অগ্নিকাণ্ডে ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রোসপার বাজমবানজা। খবর এএফপি’র।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই জেলখানার অনেকগুলো এলাকা ধ্বংস হয়েছে। দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের মন্ত্রীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রোসপার। এ অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
প্রোসপার বাজমবানজা সাংবাদিকদের বলেন, পূর্ব আফ্রিকার দেশটির রাজনৈতিক রাজধানী গিটেগার ভবনটিতে অগ্নিকাণ্ডে আরও অন্তত ৬৯ জন আহত হয়েছে।
এদিকে এক বন্দী জানিয়েছে, আগুনে অসংখ্য কারাবন্দী পুড়ে মারা গেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, গুরুতর আহতদের সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছে।
কারাগারটির ধারণক্ষমতা চারশো হলেও, সেখানে প্রায় দেড় হাজারের মতো কারাবন্দি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গত আগস্টেও সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। তবে সেবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a reply