দুই দিনের বৃষ্টিও বাঁচাতে পারছে না বাংলাদেশকে

|

অধিনায়কের দেখানো পথেই হাঁটছে পুরো দল। ছবি: সংগৃহীত

টানা দুই দিন বৃষ্টির পরেও ঢাকা টেস্টে হারের লজ্জার সামনে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৭ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকরা ফলোঅনে পরে ব্যাট করছে দ্বিতীয় ইনিংসে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৭ রান।

যে টেস্ট ম্যাচে প্রায় দুটো দিন বৃষ্টিতেই ভিজে যায়, সেই ম্যাচে ফলাফল আনতে হলে একটি দলকে খেলতে হয় খুব ভালো এবং একটি দলকে খুব খারাপ। পাকিস্তান খুব ভালো খেলেছে কি না তা পরীক্ষার উপায় নেই আপাতত। কারণ, মমিনুল হকের দল কোনো পরীক্ষাই নিতে পারছে না। উল্টো দেড় দিনে দুইবার অলআউট হওয়ার ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছে বাংলাদেশ।

মিরপুরে শেষ দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৭৬ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা অলআউট হয় ৮৭ রানে। আগের দিনের অপরাজিত সাকিব আল হাসান পাকিস্তানি অফস্পিনার সাজিদ খানের বলে শুরুতেই আউট হয়ে গেলে লড়াইয়ের সর্বশেষ অস্ত্রটিও হারিয়ে ফেলে টাইগাররা। বাংলাদেশকে চতুর্থ সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জায় ফেলে ফলোঅনে ব্যাট করতে পাঠানোর প্রধান কৃতিত্ব পাকিস্তানের স্পিনার সাজিদ খানের। তার নেয়া ৪২ রানে ৮ উইকেট মিরপুরে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

ফলোঅনে পরেও ছবিটা বদলায়নি মুমিনুলদের। এবার স্পিনার নয়, পেসারদের সামনে অসহায় আত্নসমর্পণ করেন মাহমুদুল জয়, সাদমান, শান্তরা। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে এখন দল। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের এখনও দরকার ১৮৬ রান। চট্টগ্রাম টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply