পেলের রেকর্ড ভেঙে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি

|

ছবি: সংগৃহীত

পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সর্বোচ্চ ৭৫৭ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। সেই সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ফুটবলার।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) একই সাথে দুই রেকর্ড গড়েন এই ফুটবল জাদুকর। ক্লাব ব্রাগের বিপক্ষে জোড়া গোল করে পেলের রেকর্ড ভাঙেন মেসি। ফলে এখন মেসির মোট গোল সংখ্যা ৭৫৮টি। চলতি বছরেই পেলের এই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৮০১ গোলের রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার এই রেকর্ড ছুঁতে হলে মেসিকে করতে হবে আরও ৪৩ গোল।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পের জোড়া গোলে পিএসজি’র বড় জয়

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ভিন্ন ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৮টি গোল করার রেকর্ড আছে রোনালদোর। ক্লাব ব্রাগের ম্যাচে গোল করে সেই রেকর্ডেও ভাগ বসান মেসি। রোনালদোর সমান মেসিও ৩৮ প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply