কারও উসকানিতে শিল্পক্ষেত্র অশান্ত হলে শ্রমিকদেরই ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

কারও উসকানিতে শিল্পক্ষেত্র অশান্ত হলে শ্রমিকদেরই ক্ষতি হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পক্ষেত্রের উন্নয়নে মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়েছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য ৩০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সময় মালিক ও শ্রমিকদের অবদানের কারণেই দেশের উৎপাদন বন্ধ হয়ে যায়নি। মহামারির সময় বাংলাদেশ পিছিয়ে যায়নি বরং এগিয়ে গেছে। শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকদের প্রতি আহবান জানান তিনি।

আরও পড়ুন: বিএনপির আমলে কাউকে সুচিকিৎসার সুযোগ দেয়া হয়নি: প্রধানমন্ত্রী

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply