খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আমলে কাউকেই সঠিকভাবে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, তাদের সময় বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর লোমহর্ষক নির্যাতন চালানো হতো।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত খুনিদের কারাগার থেকে ছাড়িয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। পুরস্কৃত করেছিলেন বঙ্গবন্ধুর খুনিদের। জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসান খালেদা জিয়া।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, এতোকিছুর পরও খালেদা জিয়ার জন্য যতটুকু করা হয়েছে সেটাই অনেক। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে যুবলীগ নেতাকর্মীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: বিতর্কিত নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেয়, বিএনপি নেয় না: তথ্যমন্ত্রী
ইউএইচ/
Leave a reply