ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে কঠোর জবাব দেয়া হবে: বাইডেন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে কঠোর জবাব দেয়া হবে। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেন ইস্যুতে কিছুদিন যাবত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর মাঝেই দুই ঘণ্টা ভিডিও কলে সংযুক্ত হন দুই রাষ্ট্রপ্রধান।

বৈঠকের পর হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের চারপাশে রাশিয়ার শক্তি বৃদ্ধির ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছেন বাইডেন। তিনি স্পষ্ট করেন, অঞ্চলটিতে সেনা কার্যক্রম বাড়ালে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয় মিত্ররাও রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে। এ ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে দেশের পূর্বাঞ্চলে ন্যাটোর কার্যক্রম নিয়ন্ত্রণের দাবি জানান তিনি।

অক্টোবর থেকেই সীমান্তে লাখের কাছাকাছি সেনা মোতায়েন করেছে রাশিয়া— এমন অভিযোগ ইউক্রেনের। দেশটির শঙ্কা, যেকোনো মুহূর্তে আগ্রাসন চালাবে শক্তিশালী প্রতিবেশী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply