বাংলাদেশের বিপক্ষে ২য় টেস্টে রেকর্ড গড়লেন সাজিদ খান

|

ছবি: সংগৃহীত।

মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের অর্ধেক সময় বৃষ্টিতে ভেসে গেলেও হার এড়াতে পারেনি মুমিনুল হক বাহিনী। বাংলাদেশকে হারানোয় পাকিস্তানের পক্ষে সবচেয়ে বড় অবদান রেখেছেন স্পিনার সাজিদ খান। প্রথম ইনিংসে টাইগারদের ৮৭ রানে অলআউট করার ইনিংসে একাই ৪২ রান দিয়ে আট উইকেট নেন তিনি।

অসাধারণ এই বোলিং পারফরম্যান্সে দারুণ এক রেকর্ড গড়েছেন সাজিদ। সাজিদের এই বোলিং ফিগার পাকিস্তানের হয়ে টেস্টে চতুর্থ সেরা।

আরও পড়ুন: আজ রাতেই ঢাকা ত্যাগ করবে টাইগাররা

টেস্টে এক ইনিংসে পাকিস্তানের হয়ে সেরা বোলার সাবেক ক্রিকেটার আবদুল কাদির। ৫৬ রান দিয়ে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন সাবেক তারকা এই লেগ স্পিনার। দেশটির হয়ে দ্বিতীয় সেরা বোলিং ফিগার সরফরাজ নওয়াজের। ৮৬ রান দিয়ে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের পক্ষে তৃতীয় সেরা বোলিং ফিগার স্পিনার ইয়াসির শাহর। তিনি এক ইনিংসে ৪১ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply