জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস আইসোলেশনে আছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতিসংঘের একজন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তিনি আইসোলেশনে যান।
ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কে ইউএন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে যোগ দেয়া সহ সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুরাজিক এখনই গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে অসম্মতি জানিয়েছেন।
আরও পড়ুন: ভিডিও কলে পুতিনকে হুঁশিয়ারি দিলেন বাইডেন
তবে তিনি জানান, কিছুদিন আগেই মহাসচিব করোনা ভাইরাসের বুস্টার ডোজ নিয়েছেন। যদিও বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই সংশয় প্রকাশ করে আসছিলেন।
Leave a reply