টটেনহামের ৮ ফুটবলারসহ ১৩ জন করোনায় আক্রান্ত

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস এবার হানা দিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার শিবিরে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ক্লাবটির ৮ ফুটবলারসহ দলের ১৩ সদস্য।

এমন ঘটনায় স্বভাবতই ধাক্কা খেয়েছে স্পার্সরা। ইউরোপা কনফারেন্স লিগে আজ রেনের বিপক্ষে ম্যাচের আগে ফুটবল এবং ফলাফলের চেয়ে করোনা আক্রান্তদের সুস্থতা দখল করে নিচ্ছে মনোযোগের বড় একটি জায়গা। গ্রুপ পর্বের ম্যাচের আগে একাদশ সাজানো নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন কোচ আন্তোনিও কন্তে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোচ নিজেই। শোনা যাচ্ছে, এ অবস্থায় ম্যাচটি না খেলার সিদ্ধান্তও নিতে পারে স্পার্সরা।

আরও পড়ুন: বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় বার্সেলোনার

এখন পর্যন্ত নর্থ লন্ডনের ক্লাবটির আট ফুটবলার ও পাঁচ কোচিং স্টাফ কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোচ আন্তোনিও কন্তে। ইউরোপা কনফারেন্স লিগে ‘জি’ গ্রুপে ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম।

আরও পড়ুন: এবার ওয়ানডেতেও অধিনায়ক রোহিত


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply