ম্যান ইউ ও চেলসির ড্র; বেঞ্চেও জায়গা হলো না রোনালদোর

|

গ্রিনউডের গোলে লিড পেলেও ইয়াং বয়েজের বিরুদ্ধে হতাশাজনক পারফরমেন্স ছিল রেড ডেভিলদের। ছবি: সংগৃহীত

ড্রয়ের হতাশায় অভিষেক হলো ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ রালফ রাংনিকের। একাদশে ১১ পরিবর্তন এনে দল সাজান তিনি। সাইড বেঞ্চেও জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে ম্যাসন গ্রিনউডের দারুণ এক গোলে শুরুতেই লিড নেয় রেড ডেভিলস।

এরপর হুয়ান মাতা ও জেসে লিনগার্ডদের গোল মিসে ব্যবধান বাড়ানো হয়নি ইংলিশ ক্লাবটির। উল্টো প্রথমার্ধের শেষ দিকে ফাবিয়ানের জোরালো শটে সমতায় ফেরে ইয়ং বয়েজ। পয়েন্ট হারালেও গ্রুপ সেরা হয়েই পরের পর্ব নিশ্চিত করেছে ম্যানইউ। রোনালদোকে এ দিন স্কোয়াডেই রাখেননি জার্মান কোচ রাংনিক। তবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ড নিশ্চিত হওয়াতেই হয়তো সাইড বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চেয়েছেন ইউনাইটেড কোচ।

৬ গোলের নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া হয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসির। রাশান ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নাটকীয়ভাবে ড্র হয়েছে চেলসি ও জেনিথের ম্যাচ। ছবি: সংগৃহীত

গ্রুপ সেরা হওয়ার মিশনে শুরুটা দারুণ ছিল টমাস টুখেল শিষ্যদের। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে লিড এনে দেন টিমো ভারনার। তবে প্রথমার্ধের টানা দুই গোলে এগিয়ে যায় জেনিথ। স্কোর শিটে নাম তোলেন ক্লাদিনহো ও আজমাউন। ৬২ মিনিটে রোমেলু লুকাকু ও টিমো ভারনারের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। তবে ইনজুরি সময়ে ওজদোয়েভের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জেনিথ সেন্ট পিটার্সবার্গ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply