ফের বাবা হলেন ৫৭ বছর বয়সী বরিস জনসন

|

ছবি: সংগৃহীত।

আবার বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) লন্ডনের এক হাসপাতালে তার স্ত্রী ক্যারি সাইমন্ডস জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের। দম্পতির মুখপাত্র একথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে। এর আগে তাদের প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয়েছিল ২০২০ সালের এপ্রিলে। এ বছরের মে মাসে শোনা গিয়েছিল ক্যারির সাথে বিয়ে সেরে ফেলেছেন বরিস। এবার শোনা গেল আরেক সুখবর। বৃহস্পতিবার জনসন-ক্যারির ওই মুখপাত্র জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই ভালো আছেন।

সিডনি মর্নিংয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ডাউনিং স্ট্রিটে একসাথেই থাকেন ৫৬ বছরের বরিস ও ক্যারি। গত বছরই বাগদানের কথা ঘোষণা করেছিলেন তারা। তখন জানিয়েছিলেন, শীঘ্রই মা হতে চলেছেন ক্যারি। গত বছরই এপ্রিলে ছেলে উইলফ্রেডের জন্ম দেন। কয়েক মাস আগে জানা গিয়েছিল ক্যারি আবারও সন্তানসম্ভবা হয়েছেন। তখনই শোনা গিয়েছিল অতিমারী পরিস্থিতি কাটলে একেবারে ২০২২ সালের জুলাইয়ে বিয়ে করবেন বরিস ও ক্যারি।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

উল্লেখ্য, এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে বরিসের। তার সন্তান কতজন, তা প্রকাশ্যে বলতে চান না। তবে মেরিনা হুইলার নামে এক আইনজীবীর দাবি, আগের দুই পক্ষে চারটি সন্তান রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply