শুরু হতে যাচ্ছে বিসিবি একাডেমি কাপ

|

ছবি: সংগৃহীত।

আগামীকাল শুরু হতে যাচ্ছে বিসিবি একাডেমি কাপ। টুর্নামেন্টটির মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ের ১৭ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটীয় প্রতিভা অন্বেষণ করা।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ক্রিকেট একডেমি প্রাঙ্গণে উন্মোচিত হবে এই টুর্নামেন্ট। একই সময়ে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকার দক্ষিণেও শুরু হবে।

আরও পড়ুন: স্টোকসের নো বল কাণ্ডে ধরা পড়লো নতুন নিয়মের গলদ

মোট ৯৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি বিভাগীয় ও জাতীয়— দুই ভাগে ভাগ করা হয়েছে। ৫০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টটির বিভাগীয় রাউন্ড শুরু হবে ১০ ডিসেম্বর। আর জাতীয় রাউন্ড শুরু হবে ২০২২ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply