ইথিওপিয়ায় দশ হাজারের বেশি মানুষের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ায় চলমান অস্থিতিশীলতায় প্রাণ হারিয়েছেন দশ হাজারের বেশি মানুষ। সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষে বাস্তুচ্যূত হয়েছে আরও অন্তত ১০ লাখ। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক বক্তব্যে এসব কথা বলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুভারিচ।

আরও পড়ুন: নিজের জামা ভাড়া দিয়ে ৭০ লাখ আয়, কিনলেন স্বপ্নের বাড়ি!

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুচারিচ বলেন, গেল বছরের নভেম্বর পর্যন্ত ইথিওপিয়ায় প্রাণ গেছে দশ হাজারের বেশি মানুষের। উদ্বাস্তু প্রায় ১০ লাখ; যা ভীষণ উদ্বেগজনক। প্রতিদিনই টাইগ্রে, আমহারা ও আফার অঞ্চল ছাড়ছেন বাসিন্দারা। বাস্তুচ্যুত এসব মানুষকে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে খাদ্য ও চিকিৎসাসহ সব রকম সহায়তা দেয়া হচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুচারিচ। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ইথিওপিয়ার ক্ষমতাকে কেন্দ্র করে গত বছর থেকেই সরকারের সাথে টাইগ্রে বিদ্রোহীদের চলছে গৃহযুদ্ধ।

আরও পড়ুন: বিদ্রোহীদের দখল থেকে উদ্ধার ইথিওপিয়ার দুই শহর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply