বিশাল তিমিটি সরাতে দক্ষিণ আফ্রিকাজুড়ে হুলস্থুল, ছবি দেখুন

|

হ্যাম্পব্যাক নামের বিশালাকার একটি তিমির মৃতদেহ হুলস্থুল ফেলে দিয়েছে পুরো দক্ষিণ আফ্রিকায়। মারা যাওয়ার পর তিমিটি আটকে যায় কেপ টাউনের একটি সৈকতে। বেশ কয়েক ঘণ্টা চেষ্টা করেও বিশাল তিমিটিকে সরানো যাচ্ছিল না।

উদ্ধারকর্মীরা জানায়, বিশাল এই তিমিটি অপুষ্টিজনিত কারণে মারা গিয়ে থাকতে পারে। তবে তিমিটির মৃত্যুর আসল কারণ নিয়ে আলোচনা শুরু হয় পুরো দেশজুড়ে। এমনকি বিশ্বের অন্যান্য দেশের পরিবেশকর্মীরাও বিষয়টি নিয়ে কথা বলেন।

এদিকে সাড়ে ২৫ ফুটের বিশাল তিমিটির মরদেহ সরিয়ে নিতে রীতিমতো হিমশিম খেতে হয় উদ্ধারকর্মীদের। দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান চালায় পুলিশ ও সামুদ্রিক প্রাণী সংরক্ষণকারী সংগঠনের সদস্যরা। পরে সন্ধ্যার দিকে সাগরে জোয়ার আসলে মরদেহটি সরানো হয়।

এর মধ্যে তিমিটির মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করছেন বিশেষজ্ঞরা। তদন্ত কর্মকর্তারাও উদ্ধারকর্মীদের সাথে প্রাথমিকভাবে একমত হন। তারাও বলেন, অপুষ্টিজনিত কারণে প্রাণিটির মৃত্যু হতে পারে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply